ধারা-১২৭; ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশ অফিসারের আদেশে সমবেশ ছত্রভঙ্গ হবেঃ কোন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অথবা কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনী সমাবেশকারীদের ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিবেন।
(পুলিশ আইন-৩০ক(১), পুলিশ প্রবিধান-১৪২ বিধি)
ধারা-১২৮; ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশ অফিসারের বে-আইনী সমবেশ ছত্রভঙ্গ করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহনঃ কোন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অথবা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার বেআইনী সমাবেশকারীদের ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ প্রদান করার পর যদি ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে সকল প্রকার পন্থা অবলম্বর করে গ্রেফতার করা যাবে। এক্ষেত্রে বে-সামরিক শক্তি প্রয়োগ করা যাবে। প্রয়োজনে গ্রেফতার করা যাবে। প্রয়োজনে জনসাধারণের সাহায্য গ্রহন করে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে।
(পুলিশ আইন-৩০ক(২), পুলিশ প্রবিধান-১৪৩ বিধি)
ধারা-১২৯; বে-আইনী সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্র সামরিক শক্তি প্রয়োগঃ বে-আইনী সমাবেশ ছত্রভঙ্গে ক্ষেত্র নির্বাহী ম্যাজিষ্ট্রেট/পুলিশ কমিশনার প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন।
(পুলিশ প্রবিধান-১৫৮ বিধি)
ধারা-১৩০;বে-আইনী সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্র সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্যঃ বে-আইনী সমাবেশ ছত্রভঙ্গে ক্ষেত্র আগত বাহিনীর অধিনায়ক প্রয়োজনে গ্রেফতার করতে পারবেন।তবে তুলনামূলকভাবে কম শক্তি প্রয়োগ করে এবং ব্যক্তি ও সম্পত্তির কমক্ষতি সাধন করে ছত্রভঙ্গ করা চেষ্টা করবেন।
(পুলিশ প্রবিধান-১৫৮ বিধি)
ধারা-১৩১;বে-আইনী সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্র সামরিক বাহিনীর অধিনায়কের ক্ষমতাঃ বে-আইনী সমাবেশ ছত্রভঙ্গে ক্ষেত্র আহুত বাহিনীর অধিনায়ক প্রয়োজনে গ্রেফতার এবং আটক করতে পারবেন কিংবা সকল বিষয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সাথে যোগাযোগ স্থাপন করে সকল কার্য পরিচালনা করবেন।
(পুলিশ প্রবিধান-১৫৮ বিধি)
ধারা-১৩২;এই অধ্যায়ের অধীন কৃতকার্যের জন্য ফৌজদারিতে সোপর্দকরণের বিরুদ্ধে রক্ষাকবচঃ সরকারের অনুমোদন ব্যতিত কোন ব্যক্তির বিরুদ্ধে এই অধ্যায়ের অধীনে কৃত কোন কার্যের জন্য ফৌজদারী আদালতে মামলা দায়ের করা যাবে না।
(পুলিশ প্রবিধান-৯৮-১০২ বিধি)

********************ধন্যবাদ**********************