(অধ্যায় ১১: ধারা-১৪৪) উৎপাত বা আসন্ন বিপদের জরুরী ক্ষেত্রে অস্থায়ী আদেশ
ধারা ১৪৪; উৎপাত বা আশংকিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষনাৎ সম্পূর্ণ আদেশ জারীর ক্ষমতা:
ধারা ১৪৪- কোন জেলা ম্যাজিষ্ট্রেট/সরকার/জেলা ম্যাজিষ্ট্রেট এর নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর মতে এই ধারার অধীন অগ্রসর হওয়ার মত যথেষ্ট কারণ রয়েছে এবং আশু বা দ্রুত প্রতিকার বাঞ্ছনীয় সেক্ষেত্রে এইরূপ ম্যাজিষ্ট্রেট লিখিত আদেশদ্বারা কোন ব্যক্তিকে কোন নির্দিষ্ট কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিতে পারবেন।
ধারা ১৪৪(২)-যেক্ষেত্রে নোটিশ জারীর মত পরিস্থিতি নাই সেক্ষেত্রে এক তরফাভাবে আদেশ করবেন।
ধারা ১৪৪(৩)-এই ধারার আদেশ কোন বিশেষ ব্যক্তির প্রতি/কোন বিশেষ স্থানে ঘন ঘন গমনকারীর প্রতি/সফরকারী জনসাধারণের প্রতি নির্দেশিত হবে।
ধারা ১৪৪(৪)-যে ম্যাজিষ্ট্রেট ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনে এই আদেশ জারী করেছেন তা অন্য ম্যাজিষ্ট্রেট বাতিল করতে পারেন।
ধারা১৪৪(৫)-এইরূপ আবেদনপত্র পাওয়া গেলে ম্যাজিষ্ট্রেট আবেদনকারীকে যথাশীঘ্রই তার নিকট হাজির হতে বলবেন এবং আদেশের বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দিবেন।
ধারা ১৪৪(৬)-এইরূপ আদেশ দুই মাসের অধিককাল বলবৎ থাকবে না।
ধারা ১৪৪(৭)-এইরূপ আদেশ মহানগরী এলাকায় প্রযোজ্য হবে না।