ধারা-১; শিরোনাম ও পরিধিঃ এই আইন শিশু আইন ২০১৩ নামে অভিহিত হবে। যা ২০১৩ সালের ২৪নং আইন হিসেবে পরিগনিত। উক্ত আইন ২১ আগষ্ট ২০১৩খ্রিঃ তারিখে প্রকাশিত হয়।

ধারা-২; সংজ্ঞা সমূহঃ
আইনের সাথে সংঘাতে জড়িত শিশুঃ
আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বলতে এমন শিশু যে, পেনাল কোডের ধারা-৮২ ও ৮৩ ধারা এর বিধান সাপেক্ষে, বিদ্যমান কোন আইনের অধীন কোন অপরাধের দায়ে অভিযুক্ত অথবা বিচারে দোষী সাব্যস্ত।
শিশু আইন-২(৩) ধারা

আইনের সংস্পর্শে আসা শিশুঃ আইনের সংস্পর্শে আসা শিশু বলতে এমন শিশু, যে বিদ্যমান কোন আইনের অধীনে কোন অপরাধের শিকার বা সাক্ষী।
শিশু আইন-২(৪) ধারা

বর্ধিত পরিবারঃ বর্ধিত পরিবার বলতে দাদা, দাদী, নানা, নানী, চাচা, চাচী, ফুফা, ফুফু, মামা, মামী, খালা, খালু, ভাই, ভাবি, ভাগ্নি এইরূপ রক্তসম্পকীয় অথবা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আত্মীয়ের পরিবার বুঝায়।
শিশু আইন-২(১১) ধারা

শিশুঃ শিশু বলতে অত্র আইনের ৪ধারায় নির্ধারিত কোন ব্যক্তিকে বুঝাবে।
শিশু আইন-২(১৭) ধারা

সুবিধা বঞ্চিত শিশুঃ
সুবিধাবঞ্চিত শিশু বলতে অত্র আইনের ৮৯ ধারায় উল্লিখিত কোন শিশুকে বুঝাবে।

শিশু আইন-২(২৩) ধারা

************ধন্যবাদ************