ধারা–৩; আইনের প্রাধান্যঃ অতঃপর বলবৎ অন্য আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধ্যন্ন পাবে।
ধারা–৪; শিশুঃ বিদ্যমান অন্য কোন আইনে যাই কিছুই থাকুক না কেন, অনুর্ধ্ব ১৮(আঠার) বৎসর বয়স্ক সকল ব্যক্তি শিশু হিসেবে গন্য হবে।
ধারা–৫;প্রবেশন কর্মকর্তা– সরকার প্রত্যেক জেলা, উপজেলা/মেট্রেপলিটন এলাকায় এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবেন। বিভিন্ন জেলা/উপজেলায় কর্মরত সমাজসেবা কর্মকর্তা বা সমমানের অন্য কোন কর্মকর্তাকে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ধারা–৬; প্রবেশন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য– প্রবেশন কর্মকর্তা আইনের সংস্পর্শে আশা শিশু বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে থানায় আনয়ন করা হলে নিম্নলিখিত দায়িত্ব পালন করবেন-
*****আনয়ন ও আগমনের কারণ অবগত করা;
*****সংশ্লিষ্ট শিশুর সাথে সাক্ষাৎ করা এবং সকল ধরনের সহযোগিতা প্রদানে আশ্বস্ত করা;
*****সংশ্লিষ্ট অভিযোগ বা মামলা চিহ্নিত করে পুলিশের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করা;
*****সংশ্লিষ্ট শিশুর পিতা মাতার সন্ধান করা ও তাদের সাথে যোগাযোগ করতে পুলিশকে সহায়তা;
*****শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার সাথে শিশুর জামিনের সম্ভাব্যতা যাচাই বা প্রয়োজনে বিকল্প পন্থা গ্রহন করাসহ অন্যান্য কার্যাদি।
**********ধন্যবাদ************