ধারা৭; জাতীয় শিশু কল্যাণবোর্ড উহার কার্যাবলীসরকার জাতীয় শিশু কল্যাণ বোর্ড গঠিত হবে। সমাজকল্যান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী উক্ত শিশু কল্যাণ বোর্ডের সভাপতি বিবেচিত হবে।

 

ধারা৮; জেলা শিশু কল্যাণবোর্ড উহার কার্যাবলী সরকার জেলায় শিশু কল্যাণ বোর্ড গঠন করবেন। জেলা প্রশাসক উক্ত শিশু কল্যাণ বোর্ডের সভাপতি বিবেচিত হবে।

 ধারা৯; উপজেলা শিশু কল্যাণবোর্ড ও উহার কার্যাবলী- সরকার উপজেলায় শিশু কল্যাণ বোর্ড গঠন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত শিশু কল্যাণ বোর্ডের সভাপতি বিবেচিত হবে।

 ধারা১০; বোর্ডের মনোনীত কর্মকর্তার মেয়াদ জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জেলা কল্যাণ বোর্ড, উপজেলা কল্যান বোর্ড এর মনোনীয় সদস্যগণ তাদের মনোনয়নের তারিখ হতে (দুই) বৎসর পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকবেন।

ধারা১১; বোর্ডের সভা– বোর্ড এর সভা সভাপতি নির্ধারণ করবেন। প্রতি ০৬(ছয়) মাসে জাতীয় কল্যাণ বোর্ড, প্রতি ০৪(চার) মাসে জেলা কল্যাণ বোর্ড এবং প্রতি ০৩(তিন) মাসে উপজেলা শিশু কল্যাণ বোর্ড কমপক্ষে একটি সভা

অনুষ্ঠিত করবেন।

ধারা১২; জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর উপদেষ্টাঃ জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীয় জেলার সংসদ সদস্য জেলা শিশু কল্যাণ বোর্ড এর উপদেষ্টা (ক্ষেত্রমতে মহিলা সংসদ সদস্য) এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর উপদেষ্টা হবেন।

 

**************ধন্যবাদ*************