Select Page

ধারা-২০, শিশুর বয়স নির্ধারনের প্রাসঙ্গিক তারিখঃ অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, অপরাধ সংঘটনের তারিখই হবে শিশু বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ।

ধারা-২১, শিশুর বয়স অনুমান ও নির্ধারণঃ অভিযুক্ত হউক বা না হউক  কোন অপরাধের দায়ে শিশুকে আনয়ন করা হলে শিশুর বয়স যাচাই করার জন্য প্রয়োজনীয় তদন্ত করতঃ বয়স নির্ধারণ করবেন। তবে প্রকাশ থাকে যে, ইতিপূর্বে কোন ব্যক্তিকে শিশু আদালত কর্তৃক শিশু নয় মর্মে ঘোষনা করা হলেও কোন সন্দেহাতীত দালিলিক প্রমাণ দ্বারা তাকে শিশু হিসেবে প্রমান করা সম্ভব হলে উক্ত আদালত মতামত পরিবর্তন করতে পারবেন।

************ধন্যবাদ*************