Select Page

ধারা-২২, শিশুর বিচার প্রক্রিয়ায় অংশগ্রহন  হতে অব্যবহতি প্রদানঃ শিশুর বিচার প্রক্রিয়ায় অংশগ্রহন করা শিশুর অধিকার তবে শিশুর সর্বোত্তম স্বার্থে প্রয়োজন না হলে তাকে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহন হতে অব্যাহতি প্রদান করতে পারবে এবং তার  অনুপস্থিতিতে পিতা  মাতা বা প্রবেশন কর্মকর্তা বা আইননজীবির উপস্থিতি নিশ্চিত করবেন।

 ধারা-২২(৫), দায়িত্বে অবহেলার জন্য ব্যবস্থাঃ মামলা দায়ের বা পরিচালনার ক্ষেত্রে এই আইনের বিধানাবলী সঠিকভাবে অনুসরণে শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালনে অসাবধানতা, গাফিলতি বা ব্যর্থতা গোচরীভূত হলে প্রত্যেকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

ধারা-২৩, শিশু আদালতের অধিবেশনে উপস্থিতির অনুমতিপ্রাপ্ত ব্যক্তিঃ

এই আইনের বিধান সাপেক্ষে-

***       সংশ্লিষ্ট শিশু;

***       শিশুর পিতা মাতা বা তাদের অবর্তমানে আইনানুগ অভিভাবক;

***       শিশু আদালতের কর্মকর্তা ও কর্মচারী;

***       শিশু আদালতে উত্থাপিত মামলা বা কার্যধারার পক্ষগণ, শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট আইনজীবি, প্রবেশন কর্মকর্তাসহ সরাসরি সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি।

***********ধন্যবাদ*************