ধারা-১৩২কঃ প্রয়োগঃ এই অধ্যায়ের বিধান সমূহ মহানগরী এলাকায় প্রয়োজ্য নয়।
ধারা-১৩৩; উৎপাত অপসারণের জন্য শর্তসাপেক্ষে আদেশঃ
যখন কোন জেলা ম্যাজিষ্ট্রেট/নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোন উপায়ে সংবাদ পেয়ে সাক্ষ্য গ্রহন করে, মনে করেন যে, জনসাধারণ আইন সংগত ভাবে ব্যবহার করতে পারে এইরূপ কোন পথ, নদী বা খাল বা প্রকাশ্যস্থান হতে বেআইনীভাবে বাধা বা উৎপাত অপসারণ করা প্রয়োজন সেক্ষেত্রে উক্ত ম্যাজিষ্ট্রেট সেই ব্যক্তিকে শর্ত সাপেক্ষ্যে উৎপাত অপসারণের আদেশ দিতে পারেন।
ধারা-১৩৪; আদেশ জারী বা প্রজ্ঞাপনঃ
ধারা-১৩৪(১); সমন জারি ন্যায় বর্ণিত উপায়ে সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যক্তির উপর আদেশ জারি করতে হবে।
ধারা-১৩৪(২); এই আদেশ উক্তরূপে জারি করা না গেলে সরকার কর্তৃক প্রণীত নিয়ম দ্বারা নির্দেশিত উপারে ঘোষনার দ্বারা প্রজ্ঞাপিত করতে হবে এবং একটি নকল এইরূপ স্থান সমূহে লটকাইয়া দিতে হবে।
ধারা-১৩৫; আদিষ্ট ব্যক্তিকে আদেশ পালন করতে হবে এবং কারণ দর্শাইতে হবেঃ আদেশ জারীর পর সংশ্লিষ্ট ব্যক্তি আদেশ পালন করবেন। যদি আদেশ পালন না করেন তাহলে আদেশ পালন না করার কারণ দর্শাইবেন।
ধারা-১৩৬; ব্যর্থতার ফলঃ আদিষ্ট ব্যক্তি যদি আদেশ পালন না করেন এবং আদেশ পালন না করার যথোপযুক্ত কারণ প্রদর্শন না করেন তাহলে তিনি পেনাল কোডের-১৮৮ ধারার অধীন দন্ডিত হবে।
************ধন্যবাদ***********