ধারা১৩; শিশু বিষয়ক ডেস্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেক থানায় সাব-ইন্সপেক্টর এর নিম্ননহেন এমন একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানক্রমে শিশু বিষয়ক ডেস্ক গঠন করবেন। তবে শর্ত থাকে যে, মহিলা সাব-ইন্সপেক্টর কর্মরত থাকলে তাকে অগ্রাধিকার হবে।

 ধারা১৪; শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তার দায়িত্ব কার্যাবলীর নিম্নরূপ– 

ক। শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করা;

খ। কোন শিশু থানায় আসলে বা আনয়ন করলে-

** প্রবেশন কর্মকর্তাকে অবহিত করা;

**পিতা-মাতাসহ ক্ষেত্রমত আইনানুগ অভিভাবককে অবহিত করা;

**তাৎক্ষণিক মানসিক পরিসেবা দেওয়া;

** প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করাসহ প্রয়োজনে হাসপাতালে প্রেরণ;

** শিশুর মৌলিক চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।

গ। শিশু বয়স নির্ধারণ করার জন্য প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ পর্যালোচনা করা;

ঘ। প্রবেশন কর্মকর্তার সাথে আলোচনাক্রমে জামিনের ব্যবস্থা গ্রহন করা;

ঙ। জামিনের ব্যবস্থা না থাকলে নিরাপত্তা মূলক হেফাজতের ব্যবস্থা গ্রহন করা।

ধারা১৫; পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন পৃথকভাবে  প্রদান আমলে গ্রহন

  ধারা১৫(); ফৌজদারী কার্যবিধি অনুসারে যাই কিছুই থাকুক না কেন, কোন অপরাধ সংঘটনে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ও শিশু জড়িত থাকলে, পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ও শিশুর জন্য পৃথকভাবে প্রদান করে দাখিল করতে হবে।

 ধারা১৫(); ফৌজদারী কার্যবিধি আইনে যাই  কিছুই থাকুক না কেন, প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ও শিশু কর্তৃক একত্রে সংঘটিত কোন অপরাধ আমলে গ্রহনের ক্ষেত্রে তাদের অপরাধ পৃথকভাবে আমলে গ্রহন করবেন।

***************ধন্যবাদ***************