ধারা-১৬, শিশু আদালত গঠনঃ আইনের সাথে জড়িত শিশু কর্তৃক সংঘটিত যে কোন অপরাধের বিচার করার জন্য প্রত্যেক জেলা সদরে এক বা একাধিক আদালত থাকবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আদালত হিসেবে গন্য হবে।
ধারা-১৭, শিশু আদালতের অধিবেশনঃ শিশু আদালত বিধি দ্বারা নির্ধারিত স্থান, দিন এবং পদ্ধতিতে অধিবেশন অনুষ্ঠিত হবে। যে সকল দালান বা কামরায়, প্রচলিত আদালতের ন্যায় কাঠগড়া ও লালসালু ঘেরা আদালত কক্ষের পরিবর্তে একটি সাধারন কক্ষে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ব্যতিত শুধুমাত্র শিশুর ক্ষেত্রে শিশু আদালতের অধিবেশন অনুষ্ঠিত হবে।
ধারা-১৮, শিশু আদালতের ক্ষমতাঃ দায়রা আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে শিশু আদালতও সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
ধারা-১৯, শিশু আদালতের পরিবেশ ও সুবিধা সমূহঃ অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, শিশু আদালত কর্তৃক শিশুর বিচার চলাকালীন, আইনজীবি, পুলিশ বা আদালতের কোন কর্মচারী আদালত কক্ষে তার পেশাগত বা দাপ্তরিক ইউনিফরম পরিধান করতে পারবেন না।
************ধন্যবাদ**************