সবাইকে স্বাগত জানাই!!! আইন শেখার নতুন প্লাটফর্মে। আমরা সবাই মিলে আইন শিখবো, আইন মানবো, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো। এই প্লাটফর্মের মূল উদ্দেশ্যে হলো-আইন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন ও কর্মজীবনে প্রতিফলন বিস্তার করা।

**** আইন কী??

উত্তরঃআমরা মানুষ হিসাবে স্বাধীন এবং সুশৃংখল ভাবে জীবন পরিচালনার জন্য যে নিয়ম-কানুন তৈরি এবং প্রয়োগ করা হয় তাকে আইন বলে। আইন হলো সামাজিক রীতিনীতি সুষ্ঠভাবে পরিচালনার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিশেষ জ্ঞান বা দক্ষতা।

****এই আইনের প্লাটফর্মের উদ্দেশ্যে-

এই আইনের প্লাটফর্মে বাংলাদেশে বর্তমান বলবৎ আইন ও বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আইন ও বিধি নিয়ে আলোচনা করবো। প্রতিদিন এই প্লাটফর্মে ধারাবাহিকতায় আইন নিয়ে বিষদ আকারে লেখা-লেখি করা হবে। আশা করছি, আপনারা সকলেই উপকৃত হবেন।